প্রেস বিজ্ঞপ্তি…“এসো পৃথিবীর পাঠশালায়” এ শ্লোগানে টেকনাফে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব মঙ্গলবার সকাল আটটায় শুরু হচ্ছে। টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবে যোগ দিচ্ছে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা উচ্চবিদ্যালয়, হ্নীলা উচ্চ বিদ্যালয়, সাবরাং উচ্চ বিদ্যালয়, লেদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লম্বরী মলকাবানু উচ্চবিদ্যালয়, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল ও টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় টেকনাফের পাশাপাশি সারা দেশের ১২০টি ভেন্যুতে এই উৎসব অনুষ্ঠিত হবে। ইন্টারনেট উৎসবে সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই, ফেসবুক, গুগল, অপেরা মিনি, উইকিপিডিয়া ও নকিয়া।
ইন্টারনেট উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ১৬ সেপ্টেম্বর দুপুরে সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্টারনেট উৎসব নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজদৌল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. রফিক, আব্দুর রহিম প্রমুখ।
এ ছাড়া একইদিন হ্নীলা উচ্চ বিদ্যালয়, লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়, টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল ও টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আই-জিনিয়াস পুরস্কার ছিনিয়ে নিতে শিক্ষার্থীদের মধ্যে মহাপ্রস্তুতি লক্ষ্য করা গেছে।
উৎসব কেন্দ্রে ফেসবুক, গুগল, অপেরামিনি, উইকিপিডিয়া, নকিয়া, গ্রামীণফোন ও প্রথম আলোর সাতটি বুথ থাকবে। দর্শনার্থীরা এসব বুথ থেকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বুথগুলোতে নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও রয়েছে। এ উৎসবকে সার্থক করতে বন্ধুসভা টেকনাফ শাখার বন্ধুরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply