শামসুল আলম শারেক…প্রেমিকের বাড়ী থেকে অপমানজনকভাবে প্রত্যাখ্যান হওয়ার অপমান সইতে না পেরে এক তরুণী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। এতে তার সারা শরীর আগুনে পুড়ে ঝলসে যায়। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনাটি ঘটেছে টেকনাফের হোয়াইক্যংয়ের বালুখালী এলাকায় ২৩ সেপ্টেম্বর ভোরে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার হাসু মিয়ার কন্যা হামিদা আক্তারের (১৭) সাথে প্রতিবেশী দুদু মিয়ার পুত্র মোঃ ফিরোজের (২৩) দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে গত ১৮ সেপ্টেম্বর হামিদা প্রেমিকের বাড়ীতে এক কাপড়ে চলে আসলে ফিরোজের আত্মীয়-স্বজনরা তাকে অপমানজনকভাবে তাড়িয়ে দেয়। এ অপমান সে সহজে মেনে নিতে পারেনি।
২৩ সেপ্টেম্বর ভোরে ফজরের আজানের পর হামিদা নিজের রুমে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে মা-বাবা ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে কুতুপালং ইউএনএইচসিআর হাসপাতালে নিয়ে যায়। বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এটা হছেচ মূল্যবেধের চরম অবক্ষয় ইসলামই এক মাত্র তা থেকে রক্ষা করতে পারে, সুতরাং বেশী বেশী ধম চচা করলে এর থেকে রেহায় পাব…………আমিন