হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ টেকনাফে পাষন্ড স্বামী গলা টিপে হত্যা করেছে অন্তসত্ত্বা স্ত্রীকে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ীকে আটক করেছে। গতকাল ২৯ জুন টেকনাফে ঘটেছে এঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১০ মাস আগে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মৃত ফজল আহমদের পুত্র মোঃ করিম (২২) এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় সাবরাং ইউনিয়নের পানছড়ী পাড়ার এলাকার মৃত ওমর হামজার কন্যা মদিনা বেগমের (১৯)। বিয়ের পরে স্বামী মোঃ করিম যৌতুকের দাবী তুলে স্ত্রী মদিনা বেগমকে মারধর অত্যাচার, শাররীক নির্যাতন চালাত। ইতিমধ্যে মদিনা বেগম ৮ মাসের অন্তসত্ত্বা হয়। গত ২৮ জুন রাতে মোঃ করিম অন্তসত্ত্বা মদিনা বেগমকে মারধর করে গলাটিপে মেরে পাতকুপে ফেলে দেয় এবং খবর ছড়ায় মদিনা বেগমকে পাওয়া যাচ্ছে না। এখবরে ২৯ জুন সকালে মদিনার আতœীয় স্বজনরা শ্বাশুরবাড়ীতে গিয়ে খোঁজাখুজি করে। সকাল ১০ টায় একপর্যায়ে বাড়ীর পাতঁকুয়াতে তার লাশ দেখতে পায়। তাৎক্ষনিক টেকনাফ থানা পুলিশকে খবর দিলে এস আই রাজিব কুমার সাহা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত স্বামী ও মা রশিদা বেগম (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মাহবুবুল হক জানান, এঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ###
Leave a Reply