হাফেজ মুহাম্মদ কাশেম…হোয়াইক্যং জোয়ারীখোলা গ্রামে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ৯ অক্টোবর বিকালে এমপি আবদুর রহমান বদি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঢেউ টিন (সিআইসিট) ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, সুয়েটার, প্যান্ট, শাড়ি, থ্রি পিচ, শার্ট, পাতিল, কড়াই, ও জগ। ক্ষতিগ্রস্ত যতিন্দ্র শর্মা ও সাধন মল্লিককে ৪ বান্ডিল করে এবং অবশিষ্ট ১৫ পরিবারকে ২ বান্ডিল করে মোট ৩৮ বান্ডিল ঢেউ টিন দেয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারকে ৩ টি করে কম্বল, ১টি করে সুয়েটার, প্যান্ট, শাড়ি, থ্রি পিচ, শার্ট, পাতিল, কড়াই, ও জগ দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, উপজেলা আ’লীগ সভাপতি, ইউএনও, ইউআরসির ইন্সট্রাক্টর, সমবায়, পিআইও, শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে যতিন্দ্র শর্মা, অরুন মল্লিক, সুধীর মল্লিক, সুনীল ধর, বিজন মল্লিক, বাবুদ্রহ, কালুধর, কালিপদ ধর, কিরন বড়–য়া, বিমল বড়–য়া, জুনু বড়–য়া, বিমল ধর, মঞ্জিল বড়–য়া, সর্ফুবধর, সূধীর কর্মকার, সাধন কর্মকার, ডাঃ রাখাল। ###
Leave a Reply