হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফের হোয়াইক্যং জোয়ারীখোলা ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ১৭টি পরিবারের মাঝে ৬ অক্টোবর ৯লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি ক্ষতিগ্রস্ত প্রধানগণের কাছে চেক হস্তান্তর করেন। ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের প্রধান হচ্ছে- যতীন্দ্র শর্মা, সাধন মল্লিক, সুধীর মল্লিক, সুনীল ধর, বিজন মল্লিক, বাবু দ্রহ, কালু ধর, কালিপদ ধর, বিরণ বড়–য়া, বিমল বড়–য়া, জুনু বড়–য়া, বিমল ধর, মঞ্জিল বড়–য়া, সর্ফুব ধর, সুধীর কর্মকার, সাধন কর্মকার, ডাঃ রাখাল । অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিক মিয়া বক্তব্য রাখেন। এসময় ইউএনও মোঃ সামছুল ইসলাম মেহেদী, এসিল্যান্ড আব্দুল্লাহ আলম মামুন, কৃষি অফিসার আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ হুমায়ুন মোর্শেদ, সমাজ সেবা অফিসার আব্দুর মান্নান, ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ ইলিয়াছ, সমবায় অফিসার বখতেয়ার কামাল, উপজেলা প্রকৌশলী মোঃ আমিন উল্লাহ, টিআইও মোঃ শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম চৌধুরীসহ জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।###########
Leave a Reply