সাইফুল ইসলাম সাইফী,টেকনাফ টেকনাফে কোরবানীর ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণের জন্য ব্যবহার করা হচ্ছে পাম বড়ি। অসাধু কিছু ব্যবসায়ী-কৃষক অধিক লাভের আশায় গরু মোটা তাজা করতে গরুকে খাওয়াচ্ছে স্টেরয়েড ট্যাবলেট নামক পাম বড়ি ও ইনজেকশন। প্রাণী দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বৃদ্ধি বর্ধক হরমোন এ ইনজেকশনটি গরুকে মোটা তাজা করতে এসব অসাধু ব্যবসায়ীরা খাওয়াচ্ছে। সূত্র জানায়, কিছু সংখ্যক কৃষক আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে জোরে শোরে শুরু করেছেন। বেশি দাম পাওয়ার আশায় তারা এ পথ বেছে নিয়েছেন। স্থানীয় বিশেষজ্ঞরা জানান, এসব পামবড়ি খাওয়া গরুর মাংস খাওয়ার পর আস্তে আস্তে মানুষের শরীরে নানা রোগ ব্যাধি এবং প্রাণঘাতি রোগ সৃষ্টি হয়। তবে এ ক্ষেত্রে সাধারণ মানুষদের সচেতন হওয়া বড় জরুরী। এ বিষয়ে ঈদগাঁওর পশু চিকিৎসকরা জানান, পাম বড়ি নামক ট্যাবলেট ও স্টেরয়েড ইনজেকশন গরুর শরীরের কোষকে দ্রুত বিভাজিত করে। পানির পরিমাণ বেড়ে গিয়ে গরুকে মোটা তাজা দেখায়। যা মানুষের জন্য ক্ষতিকর এবং এসব গরুর মাংস খাওয়ার পর মানুষের শরীরে পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে। যা মানব দেহে কিডনি,লিভার সহ বিভিন্ন রোগের সৃষ্টি করে। অনেক সময় মহিলাদের বন্ধ্যাত্ব, শিশুদের অল্প সময়ে মুটিয়ে যাওয়া সহ নানা রোগবালাই সৃষ্টির অন্যতম কারণ। এসব অষাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রশাসনের নজরদারী জোরদার করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
Leave a Reply