হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ…
টেকনাফ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের জন্য সরকার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় ৪১৯ মেঃটন চাল বরাদ্দ দিয়েছে। গত ২০ ডিসেম্বর শুরু হয়ে আগামী ৮ ফেব্র“য়ারী কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে এ পর্যন্ত কোথাও দৃশ্যমান কাজের তৎপরতা দেখা যায়নি। সরকার গ্রামাঞ্চলের অবকাঠামো ও রক্ষনাবেক্ষন খাতে এসব বরাদ্দ দিলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা বলে এলকাবাসীর সুত্রে জানা গেছে। জানা যায়, সীমান্ত উপজেলা টেকনাফে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় ৪১৯ মেঃটন চাল দিয়ে ৩৩ টি উন্নয়ন প্রকল্পের কাজ বরাদ্দ দেয়া হয়েছে। তম্মধ্যে গ্রামীণ অবকাঠামো বিশেষ খাতে ২৬০ মেঃটন চাল দিয়ে ১৪ টি এবং সাধারন খাতে ১৫৯ মেঃটন চাল দিয়ে ১৯ টি প্রকল্প। ইউনিয়ন ওয়ারী প্রকল্পের সংখ্যা হচেছ- হোয়াইক্যংয়ে ৩ টি, হ্নীলা ৪ টি, টেকনাফ সদরে ৪ টি, সাবরাংয়ে ৫ টি, বাহারছড়ায় ২ টি ও সেন্টমার্টিনদ্বীপে ১ টি। প্রত্যেক প্রকল্পের স্থানে তথ্য সম্বলিত সাইন বোর্ড টাঙ্গানোর বাধ্যবাদকতা থাকলেও কোন প্রকল্পে সাইনবোর্ড দেখা যায়নি। ৫০ দিনে এসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাগজে কলমে ২০ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে বর্তমানে চলমান এবং আগামী ৮ ফেব্র“য়ারী কাজ শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। কিন্তু কোথাও কাজের দৃশ্য ও সাইনবোর্ড চোখে পড়েনি। এব্যাপারে জানতে চাইলে টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম বলেন, কাজ যথা নিয়মে চলছে। সাধারণ খাতের ১৯ টি প্রকল্পের মধ্যে রয়েছে- হোয়াইক্যংয়ের লাতুরী খোলা মেইন রোড হয়ে লম্বা ঘোনা শ্বশান হয়ে বার কানি পাড়া খাল পর্যন্ত রাস্তা সংস্কার ৮ মেঃটন, লম্বাবিল বৈদ্য ইউসুফের দোকান হতে পশ্চিম দক্ষিনে ঘোনা পাড়া সড়ক পূনঃ নির্মাণ ৯ মেঃটন, মহেশখালীয়া পাড়া কবরস্থান সংস্কার ও বাউন্ডারী ওয়াল নির্মান ১০ মেঃটন, হ্নীলার শহিদউল্লাহর বাড়ী হতে মাষ্টার খলিলের বাড়ী পর্যন্ত নাইক্ষ্যংখালী খাল খনন ৮ মেঃটন, ওয়াব্রাং পূর্বপাড়া হতে ওয়াপদা বেড়ী বাঁধ পর্যন্ত রাস্তা সংস্কার ৮ মেঃটন, উত্তর আলীখালী হাজি আবুল হোসেনের বাড়ীর সামনে কালভার্ট নির্মাণ ৮ মেঃটন, হ্নীলা এমএম কলেজের মাঠ মাটি ভরাট ৮ মেঃটন, টেকনাফের ছোট হাবিবপাড়া আবু তাহেহের বাড়ী হতে নুর কাশের বাড়ী পর্যন্ত মাঠি ভরাট, গাইড ওয়াল নির্মাণ ও গুরা চানের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ৯ মেঃটন, গোদারবিল শীল ছড়া ব্রীজ এর উভয় পাশের মাঠি ভরাট ও গাইড ওয়াল নির্মাণ ৮ মেঃটন, হাজম পাড়া রোড হতে ইব্রাহীম সিকদারের পুকুর পাড় পর্যন্ত রাস্তায় মাঠি ভরাট ও ব্রিক সলিং এর কাজ ৮ মেঃটন, নতুন পল্লান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ৮ মেঃটন, সাবরাং চান্ডলি পাড়া সৈয়দ আকবরের বাড়ী হতে ফজর আহমদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৭ মেঃটন, নয়াপাড়া পানবাজার হতে পশ্চিম বুধুবারো মসজিদ পর্যন্ত রাস্তার উভয় পাশে গাইড ওয়ালসহ ব্রীক সলিং পূনঃ নির্মাণ ৮ মেঃটন, শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া শাকেরের দোকান হতে পশ্চিমে নুর আলমের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ৮ মেঃটন, সিকদার পাড়া হতে পানছড়ি পাড়া পর্যন্ত রাস্তা মেরামত ও ব্রীক সলিং এবং পাইপ কালভার্ট নির্মান ১২ মেঃটন, শাহপরীরদ্বীপ বশির মেম্বারের বাড়ী হতে লামার বাজার যাওয়ার পথে রাস্তার গাইড ওয়াল নির্মাণ ৮ মেঃটন, বাহারছড়ার শামলাপুর ফুত্যা খলিবার বাড়ীর দক্ষিন পাশে এলজিইডি রোড হতে পূর্ব দিকে মগবুল আহাম্মদের বাড়ী পর্যন্ত মাঠি দ্বারা নির্মাণ ৮ মেঃটন, শামলাপুর গুচ্ছগ্রাম যাওয়ার রাস্তায় ছড়ার উপর কালভার্টের ছাদ নির্মাণ ৮ মেঃটন ও সেন্টমার্টিনের দক্ষিন পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা এবং বিদ্যালয় সংস্কার ৮.৭৮৬২মেঃটনসহ সর্বমোট ১৫৯.৭৮৬২ মেঃটন এবং বিশেষ খাতে ২৬০ মেঃটন চাল দিয়ে ১৪ টি প্রকল্প রয়েছে। ##