হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ= এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে টেকনাফ উপজেলায় মোট ১৮ জন এ+প্লাস পেয়েছে। এছাড়া মাদ্রাসায় এ ৮২জন,এ-মাইনাস ৪৮জন, বি ২৫জন, সি ১৫জন, ডি ৫২জন এবং এফ গ্রেড পেয়েছেন ২০জন। স্কুল সমূহের গ্রেডওয়ারী তথ্য পাওয়া যায়নি। মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা দুজন অপেক্ষমান মিডিয়াকর্মীদের তথ্য সরবরাহ না করে অফিস বন্ধ করে চলে যান এবং মোবাইল ফোন বন্ধ রাখেন। টেকনাফ উপজেলার ১২টি স্কুল থেকে ২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন ৫৬০ জন, পাশ করেছে ৪১৮ জন। এ+প্লাস পেয়েছে ১২জন, পাশের হার ৭৫%। দাখিল পরীক্ষায় একটি কেন্দ্রে ১০টি মাদ্রাসার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৮ জন পাশ করেছে। এ প্লাস ৬ জন, পাশের হার ৯০%। গতবছরের তুলনায় এ বছর পাশের হার কম, তবে এ +প্লাস গত বছরের চেয়ে এবারে বেশি। গতকাল ৯মে টেকনাফ উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবারও ছিল বিরোধীদলের হরতাল। কিন্তু একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক)মোঃ নুরুল আফসার ঝুকি নিয়ে মোটরসাইকেল যোগে টেকনাফ থেকে কক্সবাজার জেলা অফিসে গিয়ে ফলাফল সংগ্রহ করে বিকালে টেকনাফ পৌছেঁন। ###########