হ্নীলা হাইস্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনকারী লম্পট প্রেমিকের গ্রেফতারের দাবী=
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ঃ
অপহরণ-ধর্ষণের শিকার হয়ে নিহত টেকনাফের হ্নীলা হাই¯ু‹লের ৯ম শ্রেণীর ছাত্রী তসলিমা আক্তার নুনুর লম্পট প্রেমিক ইমরানুল হকের গ্রেফতার ও ফাঁিসর দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী । ২৩ মে বেলা ১১টায় হ্নীলা সিকদার প্লাজা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক সাংসদ অধ্যাপক মোঃ আলীর পুত্র সমাজ সেবক মাহবুব মোর্শেদ, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক মোক্তার আহম্মদ, নিহতের মামা বনি আমিন, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম প্রমূখ । বক্তাগণ অবিলম্বে লম্পট প্রেমিক ইমরানের গ্রেফতার দাবী করে বলেন- নুনু হত্যার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামীদের আটক করেনি। এমনকি একবারের জন্য হলেও আসামীদের খুঁজতে এলাকায় অভিযান চালায়নি। আসামীদের স্বজনরা প্রকাশ্যে দিবালোকে বাদী পক্ষকে নানান ধরণের হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ স্থানীয় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার ইশারায় আসামী পক্ষ হয়ে কাজ করছে। ওই প্রভাবশালী মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে নানান তদবির করে যাচ্ছেন বলেও অভিযোগ করছে। ১৩ বছরের ফুটফুটে নিষ্পাপ ওই ছাত্রী হত্যার বিচারের দাবীতে এলাকাবাসী ও সহপাঠী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। উল্লেখ্য, গত ১১ মে ওই ছাত্রী প্রাইভেট পড়তে গেলে লম্পট প্রেমিক কয়েক সাঙ্গপাঙ্গদের নিয়ে অপহরণ করে দু’দিন নিজেদের কাছে রেখে তাড়িয়ে দেয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে সকাল সাড়ে ১০টায় ওই ছাত্রী মারা যায়। ##########