হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ =টেকনাফে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতির এনএসভি ক্যাম্পে ২৮ জন বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছেন। ২৩ জুন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজিত টেকনাফ উপজেলা হাসপাতালের অপারেশন থিয়েটার এদের অস্ত্রোপচার করেন। চট্টগ্রাম মেরী স্টোপস ক্লিনিকের রোভিং টিমের মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম। সহযোগিতায় ছিলেন- স্যাকমো ডাঃ নারায়ন চক্রবর্তী, ডাঃ আমান উল্লাহ, পরিবার কল্যাণ পরিদর্শিকা মনোয়ারা বেগম মুন্নী, মিতা বড়–য়া, এইথিন রাখাইন, নুসরাত জাহান খুকী,এই ক্যাম্পে ১৭ জন পুরুষএনএসভি, ৩জন মহিলা বন্ধ্যাকরণ ও ৮ জন মহিলা দীর্ঘ মেয়াদী ইমাপÍানন পদ্ধতি গ্রহণ করে। এই সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার (ভারপ্রাপ্ত ) শ্র“তিপূর্ণ চাকমা ##