হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফে এক স্বামী নিয়ে দু’স্ত্রীর মল্লযুদ্ধে অন্তঃস্বত্ত্বাসহ ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর দুপুরে হ্নীলার জাদীমুরা গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন পশ্চিম পাড়ায়। প্রত্যক্ষ্যদর্শী সুত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়- দিল মোহাম্মদের পুত্র রশিদ উল্লাহ’র দুই স্ত্রী। ছোট স্ত্রী শাজেদা বেগম (২৫) এবং বড় স্ত্রী সাবেরা খাতুন(৩০)। উভয়ের বাড়ী আলাদা। প্রথমে বড় স্ত্রীর ও চার বাড়ীর পর ছোট স্ত্রীর ঘর। তাদের মধ্যে নিত্য কলহ লেগেই থাকে। প্রতিদিনের ন্যায় রশিদ উল্লাহ ছোট স্ত্রীর বাড়ীতে যাওয়ার পথে বড় স্ত্রী সাবেরা খাতুন (৩০) এবং সাবেরার পিতা জালাল ওরফে কালা পুতু, ভাই জাগির হোছন ও বোন আনোয়ারা বেগমসহ অতর্কিত ভাবে কিছু বুঝে উঠার আগে রশিদ উল্লাহকে ধরে কিল-ঘুষি মারতে থাকে। স্বামীর চিৎকারে ছোট স্ত্রী শাজেদা বেগম (২৫) ঘটনাস্থলে ছুটে আসে এবং তার পিছু নেয় শাজেদার ভাবী আবুল কালামের স্ত্রী অন্তঃস্বত্ত্বা তৈয়বা খাতুন (২৭)। তারাও মারধর থেকে রেহাই পায়নি সাবেরার পরিবারের সাঙ্গপাঙ্গদের কাছ থেকে। ঘটনার এক পর্যায়ে অন্তঃস্বত্ত্বা তৈয়বাকেও মারধর করে এবং মাথায় লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। এলাকার লোকজন এসে তাদেরকে শান্ত করে আহতদের দ্রুত টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় রশিদ উল্লাহ, অন্তঃস্বত্বা তৈয়বা খাতুন ও ছোট স্ত্রী শাজেদা বেগম আহত হয়। তম্মধ্যে তৈয়বা গুরুতর আহত হয়েছে। এ ঘটনা এলাকায় এক স্বামীর দুই স্ত্রীর মল্লযুদ্ধে পরিবারের অন্যান্যরা অংশ নিয়ে আহত হওয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৈয়বার স্বামী আবুল কালাম রশিদ উল্লাহর বড় স্ত্রী সাবেরার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply