হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফে এক সংবাদকর্র্মীর উপর হামলা করেছে একটি চোরাকারবারী সিন্ডিকেট। এঘটনায় টেকনাফ থানায় চোরাকারবারীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে ,যার নং-৫৬৫। জানা যায়, গত ১২ আগস্ট রাত সাড়ে ১১টার সময় দৈনিক বর্তমান বাংলা ও দৈনিক আজকের ককসবাজার বার্তা পত্রিকার টেকনাফ প্রতিনিধি পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে সে টেকনাফ বাস স্টেশন কাস্টম অফিস সংলগ্ন রাস্তায় কাছাকাছি গেলে টেকনাফ পৌরসভার নাইথ্যং পাড়া ও সদর ইউনিয়নের বরইতলী সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারী পুরান পল্লানপাড়া মোঃ রফিক পুত্র মোঃ হাসিম (২৭),মোঃ আবদুল্লাহ পুত্র মোঃ ইয়াছিন(২৫)ও নাইট্যং পাড়ারমাস্টার ছৈয়দের পুত্র মোঃ জামাল (৩২) ও তার বড় ভাই বরইতলী এলাকার কামাল(৩৪)সহ অজ্ঞাত ৪/৫জনের একটি চোরকারবারী সিন্ডিকেট মিয়ানমারের পাচারের উদ্দেশ্য গাড়ি ভর্তি করে আবু ছিদ্দিক মার্কেট থেকে তৈল, চিনি,ময়দা, চাউল,ঔষধ নিয়ে যাচ্ছিল। এ সময় এ দৃশ্য সংবাদকর্মী নুর হাকিম আনোয়ারের চোখে পড়লে সে ছবি তোলার চেষ্টা করলে চোরাকারবারীরা তার উপর ক্ষিপ্ত হয়ে ব্যাপক হামলা চালায়এবং যাওয়ার সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় নুর হাকিম বাদী হয়ে গতকাল চোরাকারবারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করছে। সংবাদকর্মী নুর হাকিম আনোয়ারের উপর চোরাকারবারীরা হামলা করায় টেকনাফ প্রেসক্লাবের সদস্যবৃন্দরা তীব্র নিন্দাএবং খুব শ্রীঘীই চোরকারবারী সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন । উল্লেখ্য যে, উক্ত চোরকারবারী সিন্ডিকেটের প্রধান কামাল গতবছর বরইতরী সীমান্ত এলাকা দিয়ে মিয়ামারে সার পাচারের সময় পুলিশকে হামলা করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। তখন তাকে সারসহ টেকনাফ থানার পুলিশ আটক করে তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করে। দীর্ঘদিন জেলখাটার পর টেকনাফে এসে বিশাল একটি সিন্ডিকেট তৈরী করে তার চোরাচালান কাজ আবার শুরু করছে। এ চোরকারবারী সিন্ডিকেটের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিজিবি মামলা করছে বলেও জানা গেছে। #################
Leave a Reply