হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ= পিতার বকুনী খেয়ে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী গ্রামে ৩ মে বিকালে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। সরজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়,কেরুনতলীর মোঃ ছিদ্দিকের পুত্র আব্দুস শূক্কুর (২০) টেকনাফ স্থল বন্দরের শ্রমিক হিসাবে কাজ করত। পারিবারিক বিষয় নিয়ে পিতা জুমার নাযাজের পরে পুত্রকে গালিগালাজ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে আব্দুস শুক্কুর সবার অলকে বাড়ি থেকে প্রায় ১কিঃমি দূরে সামাজিক বাগানে গিয়ে গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় কাঠুরিয়ারা গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে ঘটনা প্রকাশ হয়ে পড়ে।