সাইফুল ইসলাম চৌধূরী,টেকনাফ
টেকনাফে এক যুবককে অপহরন করে ৫ ল টাকা মুক্তিপন দাবী করছে একটি অপহরনকারী চক্র। এঘটনায় অপহরনের শিকার আলী হোছনের মাতা টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করলে ১ জুলাই সকালে থানা পুলিশের এস আই আবদুল আউয়াল অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তি হচ্ছে- হ্নীলা ইউনিয়নের জাদীমুড়ার আবদু শুক্কুর (৪৫) । জানা যায়- ১১জুন বিকালে আবদুস শুক্কুর একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ আলী হোছন (২৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । এরপর বাড়িতে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ৩০ জুন দিবাগত রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মকবুল আহমদের ছেলে মোহাম্মদ তাহের নামক ব্যক্তি একটি মোবাইল নাম্বার থেকে আলী হোছনের বোনের স্বামী নুরুল বশরকে মোবাইল করে বলে-তোমার আতœীয় (সন্মদ্ধী)এখন আমাদের হাতে, তাড়াতাড়ি ৫ ল টাকা নিয়ে লিংরোড পৌঁছালে আমরা মোঃ আলীকে দিব। অন্যতায় তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে । এমনকি অপহনকারীরা চক্র পালাক্রমে কখনো লিংরোড, কলাতলী,মহেশখালী টাকা নিয়ে যেতে বলে। টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আবদুল আউয়াল জানান- অপহরনের শিকার আলী হোছনের মায়ের অভিযোগের প্রেেিত গোপন সংবাদের ভিত্তিতে আবদুস শুক্কুরকে আটক করা হয়েছে । ############