মমতাজুল ইসলাম মনু টেকনাফ……টেকনাফ সীমান্ত থেকে গ্লোরিক (৩০) নামের এক বিদেশী নাগরিককে গতকাল দুপুর ১২ টায় নাফ কুইন নামক স্থানীয় একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে অষ্ট্রিয়ার নাগরিক বলে টেকনাফ এনএসআই কর্মকর্তা রফিকুল এ খবর নিশ্চিত করেছেন। গ্লোরিক বিজিবি কোষ্টগার্ড ও গোয়েন্দা নজরদারীকে ফাঁকি দিয়ে টেকনাফ সীমান্ত অতিক্রম করে মিয়ানমার যেতে চেষ্টা চালায় বলে গোয়েন্দা পুলিশ জানায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ককস্বাজার প্রেরণ করা হয় বলে জানান এনএসআই এর অপর কর্মকর্তা মহি উদ্দিন।
Leave a Reply