হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফের হোয়াইক্যংয়ে এক রিক্সা চালককে বিজিবির টহলরত এক জওয়ান বন্দুকের বাট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত রিক্সা চালক হোয়াইক্যং পল্লি চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়- ৯ সেপ্টেম্বর দুপুরে কাঠাখালীর পশ্চিম পাড়ার নজির আহমদের পুত্র সামশুল আলম ওরফে বাদিয়া (৪৭) উলুবনিয়া রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে কাঠাখালী আসছিল। ঐ স্থানে টহলরত বিজিবির এক জওয়ান বাদিয়াকে ডাক দিলে সে শুনতে পায়নি। পরে এনামুল হক নামে এক বিজিবি জওয়ান বদিয়াকে ধরে “ডাক দিয়েছি শুননাই” বলে কিল-ঘুষি ও বন্দুকের বাট দিয়ে আঘাত করে এবং রিক্সাটি চিংড়ি ঘেরে উল্টিয়ে দেয়। স্থানীয়দের সহযোগীতায় রিক্সাটি চিংড়ি ঘের থেকে তুলে সে এলাকার মেম্বার মোস্তাফা কামাল চৌধুরীর কাছে এসে ঘটনার বর্ননা দেয় এবং অভিযোগ করে। এ ব্যাপারে হোয়াইক্যং বিওপি কমান্ডার বজলুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি মারধরের ঘটনা অস্বীকার করেন।
য়।
Leave a Reply