হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ..টেকনাফে এক প্রতিবন্ধী পৈত্রিক সূত্রে প্রাপ্ত সরকারী খাস জমি প্রতিশ্রুতি ভঙ্গ করে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে জোর পূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনা ঘটেছে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার গ্রামে। এব্যাপারে টেকনাফ মডেল থানায় পৃথক ২টি জিডি হয়েছে। এতে নুর আহমদ, কবির আহমদ, হেলাল উদ্দিন, রমিজা খাতুনকে অভিযুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়- ঝিমংখালী-মিনাবাজার মৃত হাছন আলীর পুত্র প্রতিবন্ধী হাফেজ আবুল হোছাইন পৈত্রিক সূত্রে প্রাপ্ত সরকারী ৪০ শতক খাস জমিতে অভিযুক্তরা দোকানঘর তৈরি করে জোরপূর্বক ভোগদখল করছে। পরবর্তীতে বসতভিটা ও কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। তাছাড়া এমপি আব্দুর রহমান বদি বিদেশ থেকে দেশে ফেরার সময় প্রতিবন্ধী হাফেজ আবুল হোছাইনের উদ্যোগে মিনাবাজার ষ্টেশনে একটি তোরণ তৈরি করেছিলেন। অভিযুক্ত নুর আহমদ সাঙ্গ-পাঙ্গ নিয়ে উক্ত গেইট ভেঙ্গে দিয়েছে। এব্যাপারে টেকনাফ মডেল থানায় জিডি নং-৯৯৯ ও ১০০০ করা হয়েছে। বর্তমানে অভিযুক্তদের হুমকিতে প্রতিবন্ধী হাফেজ আবুল হোছাইন নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানা গেছে। তিনি এব্যাপারে বর্তমান সরকারদলীয় এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদির জরুরী হস্তক্ষেপ দাবী করেছেন। ############
Leave a Reply