হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ…টেকনাফে একই রাতে ৬ টি বসত-বাড়ী ও প্রধান সড়কে ডাকাতির খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০ টায় হোয়াইক্যং বালুখালীর প্রধান সড়ক ও ৩টি বসত বাড়ী এবং বাহারছড়া, হলবনিয়া, জাহাজপুরার ৩টি বাড়ীতে এ ঘটনা ঘটে। ডাকাতের প্রহারে প্রবাসী মৌঃ হারুনের স্ত্রী, মা সারা খাতুন(৬০), মোৎ আলী(২৮), বাবুল(২৫) আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে কক্সবাজার হাসপাতলে ভর্তি করা হয়েছে। জানা যায়- মুখোশ পরিহিত ১৫/২০ জন অস্ত্রধারী ডাকাত প্রথমে বসত ঘরে ও পরে প্রধান সড়কে ৫টি গাড়ীতে হানা দেয়। এ সময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানা গেছে। এছাড়া একই রাতে বাহারছড়া, হলবনিয়া, জাহাজপুরার কবির, জাফর ও মির আহমদের বসত ঘরেও ডাকাতের দল হানা দেয়। এ সময় তাদের কাছ থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩/৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানা যায়। ডাকাতির সংগঠিত হওয়া স্থানের সামান্য দূরত্বে হোয়াইক্যং বিজিবি চেকপোষ্ট ও পুলিশ ফাঁড়ি রয়েছে। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে আইসি জানান- পাহাড়ে ডাকাতির ঘটনা শুনেছি। কিন্তু এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়ানি। প্রধান সড়কে ডাকাতি হওয়ার ঘটনা সত্য নয়।
Leave a Reply