হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … ‘উন্নয়ন কার্যক্রমের দ্বৈয়তা পরিহারকরণ ও সমন্বয় বিষয়ক কর্মশালা’ টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় টেকনাফ উপজেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে।
২৪ জানুয়ারি রবিবার সকাল ১১টায় স্থানীয় সরকার (ইএএলজি) ও উপজেলা ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক কর্মশালা পৃথক দু’টি সভা টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। আবুল ফারাহ সালেহ (ডিএফইএএলজি) সঞ্চালনায় অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ নুর আহমদ আনোয়ারী, বাহারছরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাওঃ আজিজ উদ্দিন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু ছৈয়দ মেম্বার, সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নুর আহমদ, সংরক্ষিত আসনের মহিলা জনপ্রতিনিধি. মেম্বারগণ, সচিব ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন। ##
Leave a Reply