টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ১৩ শ ইয়াবা ও ট্রাকসহ ৫ জনকে আটক করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার রাত ১১ টায় টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি এস আই আব্দুল মোনাফের নেতৃত্বে পুলিশ র্ফোস টেকনাফ উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া হাজামপাড়া কবর স্থানের উত্তর পাশ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ শ পিস ইয়াবাসহ টেকনাফ চকবাজারের মৃত ঠান্ডা মিয়ার পুত্র মোঃ ইউনুচ(২১), মোঃ হামিদের পুত্র মোঃ আজগর আলী(২০)কে আটক করে। এছাড়া ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭ টায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির সামনে গোপন সংবাদে কক্সবাজারগামী (ঢাকা মেট্রো অ-১৪-০৪৮২) ট্রাকে তল¬াশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ হ্নীলা লেদা এলাকার আয়ুব আলীর পুত্র মোঃ আমিন (২২), সাবরাং আলীর ডেইল এলাকার মোঃ কাশেমের পুত্র শামসুল আলম(৪০), বাহারছড়া নোয়াখালী পাড়ার খুইল¬্যা মিয়ার পুত্র নবী হোসন(২৮)কে আটক করে। এ সময় ইয়াবা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।##########
Leave a Reply