কাইছার পারভেজ চৌধুরী,টেকনাফ…
টেকনাফে ইয়াবাসহ ১ ব্যক্তি আটক করেছে বিজিবি । ১৫ ডিসেম্বর বিকাল ৩ টায় হোয়াইক্যং চেক পোষ্ট এ কক্সবাজারগামী মাইক্রোবাস হতে তললাশী করে নাঃ আঃ মজিদের এর নেতৃত্বে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে । জব্দ কৃত ইয়াবার পরিমান ৮৮০পিচ । যাহার মূল্য ২,৬৪,০০০- টাকা। আটক কৃত ব্যক্তি হচ্ছে,টেকনাফ পৌর এলাকা ইসলামাবাদের মৃত সহিদুর রহমানের ছেলে মোঃ রকিম (৩৫)। আটক কৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে ।