মমতাজুল ইসলাম মনু …টেকনাফে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিব। জানা যায়-গতকাল বেলা ১১টায় ৪২ বিজিবি টেকনাফ সদর দপ্তরের অদূরে দরগাহ্্ ছড়ার অদূরে পর্যটন মোড় এলাকায় গোপন সংবাদ পেয়ে নায়েক প্রবীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল লেঙ্গুরবিল-টেকনাফ সড়ক দিয়ে আসা টেকনাফ গামী একটি সিএন্ডসিতে অভিযান চালিয়ে ২ লক্ষ ৫৮ হাজার ২ শ’ টাকা মুল্যের ৯৯৪ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় অবৈধ ট্যাবলেট ইয়াবা বহনের দায়ে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার কমর আলীর পুত্র মোঃ আবদুল মজিদ (২৫) কে আটক করে টহল দল। পুলিশ জানিয়েছে-আটককৃতের বিরুদ্ধে (মামলা নং ৪১/১২) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
j poriman yaba tablet jobdo hoy tar teke jako, ekram ra ki vabe ordek mal niae ashe?
reporter raki esob dekhenna!