শাহীনশাহ= র্যাব-৭ টেকনাফের সাবরাং সিকদার পাড়ায় ১৫ জুন রাতে অভিযান চালিয়ে ৫ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ পাচারকারীকে আটক করেছে। ধৃত পাচারকারী সাবরাং সিকদার পাড়া মীর আহমদের পুত্র মোঃ শফিক (২৩)। এব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। ##
Comments are closed.