হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফে ইসলামী ব্যাংক কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী পালিত এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল ২৭ আগষ্ট টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল মোহাম্মদীয়া এবতেদায়ী মাদ্রাসায় এতদুপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ টেকনাফ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করে। পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ছৈয়দুল হক এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন-ইসলামী ব্যাংক টেকনাফ শাখার দ্বিতীয় কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম। স্থানীয় মুরব্বী আমির হামজা, মোঃ ইউনুছ, পল্লী উন্নয়ন প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার হারুনুর রশিদ, মোশতাক আহমদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য সদস্যাদের মধ্যে ৩০০, বিভিন্ন প্রতিষ্ঠানে ১০০ চারা বিতরণ করা হয়। এরপর মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে একটি চারা রোপন করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের সদস্য-সদস্যা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#########
Leave a Reply