শাহীনশাহ,টেকনাফ:
টেকনাফে ৮ মিয়ানমার নাগরিক পুশব্যাক ও ইয়াবা, মদসহ চোরাই পন্য জব্দ করেছে বিজিবি। এসময় মোঃ ইব্রাহিম নামে পাচারে জড়িত এক যুবককে আটক করা হয়েছে। সে পুরাতন পল্লান পাড়া এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় বিজিবি সাবরাং বিওপি সদস্যরা নয়াপাড়া এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ৪ মহিলাসহ ৮ মিয়ানমার রোহিঙ্গাকে আটক করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
এছাড়া মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে যাত্রীবাহী বাস হতে পরিত্যক্ত অবস্থায় ৪৮৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে সোমবার টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে পাচারের সময় ১৪ বোতল বিদেশী মান্ডেলী রামসহ মোঃ ইব্রাহিমকে আটক করে বিজিবি সদস্যরা। ধৃত পাচারকারীকে টেকনাফ থানায় সোপর্দ্ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল জাহিদ হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।