রামু থানা পুলিশের বিশেষ ঝটিকা অভিযানে নারী নির্যাতন, ডাকাতি, বন মামলা এবং অপহরণ মামলা সহ ৫৪টি বিভিন্ন মামলার ৪১ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ২৮ আগষ্ট রাতে রামু¡ থানার সকল অফিসাররা ফোর্স সহ রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা অভিযান পরিচালনার মাধ্যমে ওয়ারেন্টভূক্ত এই আসামীদের গ্রেফতার করেন। আটককৃতরা হল- নুরুল আমিন, মিয়া হোছন, মো. কালা মিয়া, মো. আলম, আব্দুল করিম, মোজাম্মেল হক, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, হোছন আহাম্মদ, বদি আলম, মোঃ হোছন, আব্দুল মালেক, মো. আলম, কুনসুমা আক্তার, মতিউর রহমান, আলী হোসেন, গুরা মিয়া, মুজিবুল হুদা, লায়লা বেগম, ছলিম উলাহ, আমানত উলাহ, আব্দুলাহ আমিন বার্মাইয়া, পেচু মিয়া, আব্দুচ্ছালাম, ফজল হক, শফি রহমান, আব্দু শুক্কুর, আব্দুল মতলব, মিয়া হোছন-২, কলিম উলাহ, নুরুল কবির, নুরুল আলম, নুরুল প্রঃ মেম্বার সোনা, আব্দুর রহিম, মো. শফি, জহির আহাম্মদ, মনছুর মিয়া, মো. হারুন। গ্রেফতারকৃতদের মধ্যে মিয়া হোছন ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী বলে জানা গেছে।
Leave a Reply