তাহেরা আক্তার মিলি::: টেকনাফে “ ইমাম ও অন্যন্য ধর্মের নেতৃবৃন্দের জন্য গ্রাম ও স্থানীয় বিচার ব্যবস্থা ” বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ৮ জুলাই সম্পন্ন হয়েছে। এতে উপজেলার ৫ ইউনিয়নের ৩০ জন ইমাম অংশগ্রহণ করেন। টেকনাফস্থ শেড ট্রেনিং সেন্টারে এ প্রশিণ অনুষ্ঠিত হয়। এতে হ্নীলা ইউনিয়নের থেকে ৭জন, বাহারছড়া ইউনিয়নের ৭ জন, হোয়াইক্যং ইউনিয়নে ৫ জন, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের ৪ জন, সাবরাং ইউনিয়নের ৭ জন ইমাম অংশগ্রহণ করেন। উক্ত ২দিন ব্যাপী প্রশিনের প্রধান প্রশিক ছিলেন- চট্টগ্রামের সহকারী কো-অর্ডিনেটর ওবাইদুর রহমান, জেলা প্রশিক মোঃ রাসেল। সার্বিক সহযোগিতায় ছিলেন- আব্দুস শুক্কুর, প্রশিণ পরিচালনা করেন- সুপারভাইজার কেফায়েত উল্লাহ। সমাপনী দিনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং বাল্যবিবাহ,যৌতুক,চোরাচালান ইয়াবা ও মাদক পাহাড়ের পাদদেশে ঝুকিতে বসবাস,সম্প্রতি বজায় ইত্যাদি বিষয়ে সর্বসাধারণকে উদ্ধুদ্ধ করতে ইমামগণের প্রতি আহবান জানান। ###