শাহীনশাহ, টেকনাফ ***
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি দিতে জীবন নাশের ঘটনা ঘটলেও থেমে নেই সাগর পথের যাত্রা। দেশের ২ জেলার বিভিন্ন এলাকা থেকে স্বপ্নের দেশ মালয়েশিয়া পাড়ির উদ্দেশ্যে টেকনাফে আসার পথে আবারো বিজিবির হাতে আটক হয়েছে পাচারকারীসহ ১৪ জন বাংলাদেশী নাগরিক। হোয়াইক্যং বিজিবির কোম্পানী কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম জানান, ৬ জুলাই সকাল সাড়ে ৮টা হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে টেকনাফগামী সৌদিয়া (ঢাকা মেট্টো ব ১৪-০২৭২) ও হানিফ (ঢাকা মেট্টো ব ১১-০৭৮৭) বাসে তল্লাশী চালিয়ে পাচারকারীসহ ১৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা ও নরসিংদি জেলার বাসিন্দা। এরা হচ্ছে, সাতক্ষীরা জেলার বাটরানো গ্রামের ফজলুল রহমানের পুত্র মোঃ আসাদুল ইসলাম(২৫), একই এলাকার মৃত ছাত্তার মিয়ার পুত্র মোঃ কোরবান আলী(৩০), আঃ ওয়াহা মোড়লের পুত্র মোঃ তাজুল ইসলাম(১৯), মৃত শাহাজ উদ্দিনের পুত্র মোঃ ইনতাজ(৩৫), মোঃ কলিম উদ্দিন সরকারের পুত্র মোঃ রবিউল ইসলাম(৩২), সিংহলী গ্রামের মোঃ শাহাজ উদ্দিনের পুত্র মোঃ হাসান(১৯), হাজী নরসিংদি গ্রামের ফজলু মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম(২৫), নরসিংদি জেলার রায়পুর থানার বট্টতলী গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ কাউসার(৩০), রায়পুর থানার হাটু ভাঙ্গা গ্রামের মোঃ আসাদুল্লাহের পুত্র মোঃ আল আমিন(২৬), একই এলাকার মোঃ রাজা মিয়ার পুত্র আল আমিন(২২), মোঃ মোতালিবের পুত্র মোঃ হাসান আলী(৩৪), মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ বিল্লাল(২৮), রায়পুরা থানার মহিষ বাড়া গ্রামের মোঃ আক্কাস আলীর পুত্র মোঃ আমজাদ(২৮), রায় পুর থানার বটতলী গ্রামের ও চর আউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মৃত শামসুল হকের পুত্র মোঃ বাচ্চু মিয়া(৪৫)(পাচারকারী)।
বিজিবি ৪২ ব্যাটালিয়ন পরিচালক লে.কর্ণেল জাহিদ হাসান আরো জানান, বিজিবি এ ঘটনায় পাচারে জড়িত কক্সবাজার জেলার টেকনফ থানার সাবরাং কাচুবনিয়া গ্রামের সোনা আলীর পুত্র মোঃ আব্দু রহিম(৪৫) একই এলাকার মৃত মোজাফ্ফর আলীর পুত্র গুরা মিয়াকে পাচারে জড়িত থাকার অভিযোগে পলাতক দেখিয়ে এবং আটককৃত সকলকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রসংগত, গত ৫ জুলাই ৯ মালেশিয়াগামীকে হোয়াইক্যং বিজিবি আটক করেছিল।###