মমতাজুল ইসলাম মনু টেকনাফ/আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন,ক্ষমতায় গিয়ে বিএনপি দেশকে দুর্নীতি ও জঙ্গীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। ক্ষমতার বাইরে থেকে এখন দলটি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা নামধারী রাষ্ট্রপ্রধানের বউ বেটার হাতে দেশ আজ নিরাপদ নয়। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,বঙ্গবন্ধু সৃস্টি করেছিলেন বাংলাদেশ আর খালেদা-নিজামী সৃস্টি করেছিলেন বাংলা ভাই। ক্ষমতার ধারাবাহিকতা না থাকলে দেশ একটি অশুভ শক্তির হাতে চলে যেতে পারে। আগামীতেও শেখ হাসিনার সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত ও একটি পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশ গড়তে ২০২১ সালকে সামনে নিয়ে জননেত্রী শেখ হাসিনার মহা পরিকল্পনার একটি যুগোপযোগী ঘোষণা বলে তিনি অভিহিত করেন। উপজেলা আ’লীগের সভাপতি জাফর আলম চৌধুরীর সভাপতিত্ব ও উপজেলা সেক্রেটারী উপজেলা চেয়ারম্যান সফিক মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট এ.কে আহমদ হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী,উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি,জেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী,চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,টেকনাফ উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচ,এম ইউনুছ বাঙ্গারী ও জেলা আ’লীগ নেতা মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারী সালাহ উদ্দিন আহমদ সিআইপি। অন্যান্যদের মধ্যে সাবেক জেলা সেক্রেটারী নজরুল ইসলাম চৌধুরী,এ্যাডভোকেট শাহাবউদ্দিন আহমদ প্রমুখ। এর আগে আ’লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মাধ্যমে সম্মেলন ও কাউন্সিল ২০১৩ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বীর বাহাদুর এমপি। বিকেল ৪টায় (এ রিপোর্ট লেখা পর্যন্ত) টেকনাফ উপজেলা অডিটরিয়ামে সম্মেলনের ২য় অধিবেশনের কার্যক্রম চলছে বলে দলীয় সুত্রে জানা যায়। সম্মেলনে কাউন্সিলর ছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত হন।
মমতাজুল ইসলাম মনু
টেকনাফ
মোবাইল নং-০১৮৪৩৭২৫৩৪৩