আমান উল্লাহ আমান… টেকনাফে অনুপ্রবেশের দায়ে আরো ১৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি পুলিশ। ১৯ জুন মঙ্গলবার ভোরে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে উপজেলার সাবরাং এলাকার ৩ নং স্লুইচ গেইট বেড়িবাঁধ থেকে ১১ জনকে আটক করা হয়। টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের (কমান্ডিং অফিসার) লেঃ কর্নেল জাহিদ হাসান ১১ জন রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আজ যে কোন সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে। প্রসংগত গতকাল ১৮ জুন ১৫০ শতাধিক রোহিঙ্গাকে আটক করে বিজিবি ও কোস্টগার্ড। তাদের সন্ধ্যায় মিয়ানমারে পুশব্যাক করা হয়েছিল। অপরদিকে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া থেকে পুলিশ দলিলুর রহমানের বাড়ি থেকে রোহিঙ্গা আশ্রয়দাতা দলিলুর রহমানের স্ত্রী নজিদা বেগম(৩০), মংড বাগঘোনা এলাকার মৃত ফররোখ আহমদের পুত্র উসমান(২২), মৃত মোঃ সোলতানের পুত্র মোঃ আয়ুব(২৮), মৃত আবদুল আমিনের পুত্র মোঃ আবদুল্লাহ(১৭) কে আটক করে। আটককৃতদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে টেকনাফ থানার কর্তব্যরত অফিসার এ এস আই হান্নান জানিয়েছেন। ###
shakol muslimer rohingyader shahazzo kora emani dayetto.