সাইফুর ইসলাম চৌধুরী,টেকনাফ /
টেকনাফে আবারো অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৫২ জনকে পৃথক অভিযানে আটক করেছে কোস্টগার্ড ও বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. সাইফুল করিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩৬ মালয়েশিয়াগামীদের ট্রলারসহ জব্দ করেন। অপরদিকে ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান গতকাল বুধবার রাতে মালয়েশিয়া পাড়ির প্রস্তুতিকালে টেকনাফ সদরের হাবিরছড়া সাগর পাড় থেকে ১১ ও সাবরাং কাটাবনিয়া সাগর পাড় থেকে আরো ৫ মালয়েশিয়াগামীকে আটক করেন। এদের মধ্যে ১১ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কোস্টগার্ড ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়। সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় শত শত মানুষের সাগরে সলিল সমাধি হলেও থেমে নেই এই পাচারকাজ। পাচারকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা না নিলে সাগর পথে লোকজনের মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে।
বিজিবির হাতে আটক মিয়ানমারের যাত্রীরা জানান, টেকনাফ মুচনী ক্যাম্পের সিরাজ মাঝি ও টেকনাফ সদরের হাবিরছড়ার শফির পুত্র মাছন তাদেরকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে টাকা নেন। পরে রাতে তাদেরকে ট্রলারে তুলে দিতে সেখানে নিয়ে যান। শেষ পর্যন্ত রাতে বিজিবির হাতে তারা আটক হন।
Leave a Reply