হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ………অভিযুক্ত পুলিশ সদস্য গতকাল ১ জুলাই ২য় ধার্য তারিখেও উপস্থিত হয়নি। এতে প্রতারণার অভিযোগে গৃহবধুর দায়েরকৃত মামলার তদন্তানুষ্ঠান হতে পারেনি। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আ,ন,ম নাজিম উদ্দীন অভিযুক্ত পুলিশ সদস্যকে তদন্তানুষ্ঠানে উপস্থিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজার পুলিশ সুপারের নিকট পত্র প্রেরণের সিদ্ধান্ত নিয়েছেন। টেকনাফ থানায় কর্মরত চাকমা উপজাতি এক পুলিশ সদস্যের বিরুদ্ধে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের আরেফা খাতুন নামে এক গৃহবধু কক্সবাজার বিজ্ঞ আদালতে মামলা রুজু করলে আদালত টেকনাফের ইউএনও’কে তদন্তের নির্দেশ দিয়েছিল। নারী কেলেংকারীর ঘটনা ফাঁস হওয়ার পর উক্ত পুলিশ সদস্যকে টেকনাফ থানা থেকে কক্সবাজার বদলি করা হয়। ইউএনও’র দপ্তর থেকে অভিযুক্ত পুলিশ সদস্যকে ২৫ জুন তদন্তানুষ্ঠানে উপস্থিত হতে টেকনাফ থানার মাধ্যমে নোটিশ জারী করা হয়েছিল। কিন্তু প্রতারণার শিকার গৃহবধু আরেফা খাতুন ধার্য্য তারিখে উপস্থিত হলেও অভিযুক্ত পুলিশ সদস্য উপস্থিত হয়নি। এরপর ১ জুলাই তদন্তের তারিখ নির্ধারণ করা হয়েছিল। #####
Leave a Reply