সাইফুল ইসলাম চৌধুরী= টেকনাফে অপহরণের ২৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি কিশোরী হোসনে আরা। এঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা হলেও অপহরণকারীরা উল্টো কিশোরীর পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা ও হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১৯ এপ্রিল টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উত্তরপাড়ার হতদরিদ্র আবুল কাশেমের কিশোরী কন্যা হোসেন আরা (১৬) কে একই এলাকার পেঠান কাদেরের ছেলে নুর মোহাম্মদ (৩০) এর নেতৃত্বে ৭/৮ যুবক অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা দায়ের করলে তা বর্তমানে বাহারছড়া পুলিশ ফাঁড়ীর আওতায় আছে। এদিকে মামলার আসামীরা কিশোরীর পরিবারকে উল্টো হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি ধমকি দিয়ে আসছে। তার পরিপ্রেক্ষিতে আসামীরা গত ১০ দিন আগে মিয়ানমারের এক রোহিঙ্গা মহিলাকে নির্যাতন করেছে বলে মামলায় জড়ানোর প্রক্রিয়া চালাচ্ছে। কিশোরী হোসনে আরা ২৫ দিনেও উদ্ধার না হওয়ায় চরম উৎকন্ঠায় দিন কাঠছে পরিবারের। এঘটনায় কিশোরীর হত দরিদ্র পরিবার হোসনে আরাকে উদ্ধারে প্রধানমন্ত্রী ও কক্সবাজার জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।