মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ….গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগকে কেন্দ্র করে সভাপতি-ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বনাম অভিভাবক-সাধারণ শিক্ষকদের দীর্ঘ ১০ মাসের দ্বন্ধ-সংঘাতের অবসানের লক্ষ্যে গতকাল শতাধিক অভিভাবক-সুধীজনের উপস্থিতিতে বিবাদমান দু’পক্ষের মধ্যে লিখিত সমঝোতা হয়েছে।
জানা যায়, ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শতাধিক অভিভাবক-সুধী মহল স্কুল অফিসে এসে বিবাদমান দু’পক্ষের মধ্যে দীর্ঘ ১০ মাসের মামলা-হামলা ও দ্বন্ধ-সংঘাতের অবসান ঘটিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সমঝোতার প্রস্তাব দিলে উভয়পক্ষ এতে সম্মত হয়। পরে ত্রি-পক্ষ দীর্ঘ ৫ ঘন্টা আলোচনা-পর্যালোচনা শেষে বিকাল সাড়ে ৩টায় ৯ শিক্ষকের ৪ মাসের বকেয়া বেতন প্রদান, শিক্ষক মোঃ ইউছুপের বহিষ্কারাদেশ ও ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ লিখিতভাবে আট দফা সমঝোতা হয়। লিখিত সমঝোতা স্মারকে কমিটির পক্ষে সভাপতি সিরাজুল ইসলাম সিকদার, প্রধান শিক্ষক মোক্তার আহমদ, সহ-প্রধান শিক্ষক আবদুস সালাম, অভিভাবক ও সূধী মহলের পক্ষে সফিক আহমদ, শাকের আহমদ, আবু সোলাইমান, সিরাজ উদ্দিন, ফরিদ আহমদ, আলী মিয়া, মুফিজুর রহমান, জসিম উদ্দিন আহমেদ, রাশেদ মাহমুদ আলী, শিক্ষকদের পক্ষে মোঃ ইউছুপ, প্রবাল চন্দ্র পাল, মোস্তফা কামাল, শ্বেতলাল চন্দ্র দাশ, ধনঞ্জয় মল্লিক, ছিদ্দিক আহমদ, মোস্তাক আহমদ, নূরুল হোছাইন ভূট্টো ও মুহাম্মদ ছলাহ্ উদ্দিন স্বাক্ষর করেন।
Leave a Reply