৩০ সেপ্টেম্বর দৈনিক দেশ বিদেশ,ককসবাজার বার্তা ও টেকনাফ নিউজ ডটকমসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত “ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে গালী দেওয়ায় টেকনাফ থানায় অভিযোগ” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমরা উক্ত উদ্যেশ্য প্রনোদিত,ভিত্তিহীনও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে কাউকে উক্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে- গত ২৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় বাড়ীর পূর্বপাশের খালে মাছ ধরতে গেলে উক্ত মামলার বাদী অলি আহমদের সাথে তর্কাতর্কি হয়। তা স্থানীয় ভাবে সমাধা হয়। এই সুযোগে তিনি টেকনাফ থানায় এসে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করি এবং বাধা দিলে দা, কিরিছ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া মৃত কালা মিয়ার পুত্র অলি আহমদ স্থানীয় পর্যায়ের আওয়ামীলীগ নেতা বলে উলে।লখ করেছে। তার দলীয় কোন পরিচয় নেই। অথচ তিনি একজন এলাকার চিহ্নিত চোর। তার কু চরিত্রের ব্যাপারে এলাকার মানুষ ভাল করে জানে। তার পরও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজএর সূর তোলে উক্ত চোরা অলী গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের একজন সফল ও স্বনাম ধণ্য প্রধানমন্ত্রীকে আমাদেরমত দিন মজুর গালী দেয়ার প্রশ্নই উঠেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙ্গিয়ে ব্যবসা ও ফায়দা হাসিলের চেষ্টাকারী চোরা অলীর দৃষ্টান্ত মূলক শাশিÍ দাবী করছি এবং আইন শৃঙ্খরা বাহিনীকে সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উম্মোচনের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী…
গফুর মিয়া, মোঃ হেলাল, মোঃ জাফর
লেজিরপাড়া, সাবরাং,টেকনাফ।
Leave a Reply