‘টেকনাফের গুল সুপারী , মুইশখাল্যা পান’ এ প্রবাদটিও মিথ্যে হতে বসেছে। টেকনাফের সুপারী ব্যবসায়ীরা সৌন্দর্য বর্ধনও পচন রোধে সুপারীতে এবার পাউডার মেশাতে শুরু করেছে। এ পাউডার একধরনের ক্যামিকেল বা ফরমালিন বলে জানা যায়। একজন ব্যবসায়ীকে সবার দৃষ্টি ফাঁকিদিয়ে পাউডার ছেটাতে দেখা যাচ্ছে। ছবি করতে চাইলে বারণ করার চেষ্ঠা করে। টেকনাফ মডেল থানার সামনের সুপারী বাজার থেকে গতকাল ভোরে তোলা ছবি। ছবি ও প্রতিবেদনঃ সাইফী