টেকনাফের মুহাম্মদ সাইফুল ইসলাম এবারের এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে। সে হ্নীলা উচ্চ বিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে এ্সএসসি পরীক্ষাদিয়ে জিপিএ ৫ এবং ৫ম শ্রেণীতে লম্বরী প্রাথমিক বিদ্যালয় হতে বৃত্তি ও ৬ষ্ঠ থেকে ৯বম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে ১ম স্থান অধিকার করে কৃতিত্বের সহিত উত্তির্ণ হয়েছিলেন। সাইফুল টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার দিন মজুর ফজল আহমদ ওখদিজা বেগমের ২য় সন্তান।। সাইফুল একজন অধম্য মেধাবী ছাত্র হলেও আগামীতে আর্থীকাভাবে পড়া লেখা নিয়ে উদ্বিগ্ন রয়েছে। সহযোগীতা পেলে সে ভবিষ্যতে ব্যাংকার হয়ে দারিদ্রতা বিমচনের প্রত্যয়ে এগিয়ে যেথে চাই। প্রয়োজনেঃ ০১৮৩৭১৯৫৮৩৮