আমান উল্লাহ আমান, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফের সমূদ্র উপকূল দিয়ে ভেসে আসা আরো ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ গুলো উদ্ধার করে ইসলামী রীতিনীতি অনুযায়ী বাহারছড়া এলাকার কচ্ছপিয়া ও বড় ডেইল কবরস্থাণে দাফর করা হয়।
জানা যায়, ১৮ মে সকালে পশ্চিম বঙ্গোপসাগর হয়ে টেকনাফ বাহারছড়া উপকূলে ভেসে আসা লাশগুলো স্থানীয়রা দেখতে পায়। পরে টেকনাফ মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ গুলো উদ্ধার করে দাফনের ব্যবস্থা করেন। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত দিদার ফেরদৌস লাশ সন্ধানের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ গুলোর মধ্যে ২ শিশু ও ২ মহিলা রয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ভেসে আসা মৃতদেহের সংখ্যা দাড়িয়েছে ৩৬ জনে। তম্মধ্যে ৮ জন মহিলা ও ২৮ জন শিশু। ###