প্রেস বিজ্ঞপ্তি:টেকনাফ উপজেলার কর্মরত ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলুকে গত ১৬ জুন থানা কমপাউন্ডে টেকনাফ থানার ওসি তদন্ত দিদারুল ফেরদৌস কর্তৃক নাজেহাল করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা। বিবৃতিদাতারা হলেন, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এএমএমরান আহমেদ(দৈনিক যুগান্তর) , সম্পাদক দিদারুল করিম (পূর্বদেশ, সমুদ্রকন্ঠ), যুগ্ন সম্পাদক এম. কফিল উদ্দিন (দৈনিক পূর্বকোণ), সাবেক যুগ্ন সম্পাদক এসএম হানিফ (প্রথম আলো), রেজাউল করিম রেজা (আমার দেশ, সমুদ্রবার্তা) , শাখাওয়াত হোছাইন (দেশের কথা, রুপসীগ্রাম) প্রমুখ। বিবৃতিতে তারা উল্ল্যেখ করেন, সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিককে থানার ওসি তদন্ত দিদারুল ফেরদৌস কর্তৃক যে নাজেহাল করেছে তা মেনে নেওয়ার নয়। বিবৃতিদাতারা ওই ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
বার্তা প্রেরক
এম. কফিল উদ্দিন
যুগ্ন সম্পাদক
পেকুয়া উপজেলা প্রেস ক্লাব
মোবাইল: ০১৮১৫-৩৬৩৮০৮/০১৭৫৭-৩১২৯৪৩
তাং: ১৭,০৬,২০১৩