কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় একটি দস্যু বাহিনীর হাতে অপহৃত ৩ জেলেকে উদ্ধার করেছে বলে সূত্রে জানা গেছে পুলিশ। উদ্ধারকৃত জেলেরা হলেন-কালারমার ছড়া অফিস পাড়া এলাকার মৃত করিমের ছেলে আব্দুল জাব্বার (২৩), ফজল আহমদের ছেলে আবুল খায়ের (২৯) এবং একই এলাকার ফকিরজোম পাড়ার মৃত হোসেন আলীর ছেলে আব্দুস সালাম
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর শনিবার রাতে চিংড়ি ঘের এলাকায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ চিংড়িসহ ৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
এসময় দস্যুদের ছোড়া ফাঁকা গুলিতে ঘের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাতে আট জইন্ন্যার ঘোনা ও বালু তইল্ল্যা ঘোনা নামে ২টি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
(২৮)। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply