হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে পিতৃহীন একজন কিশোরী অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। গতকাল ২২ অক্টোবর অপহৃতার মা ইসমত আরা বাদী হয়ে ১১ জনকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় এজাহার দিয়েছে। অভিযুক্তরা হচ্ছে- শফিক(২৮), আজম উল্লাহ(৩৫), মনির উল্লাহ(২৭), মুজিব উল্লাহ(২৭), আতাউল্লাহ৯২৬), ছলিম উল্লাহ৯৪৮), রাহমতুল্লাহ(৩০), মোঃ হোসেন(২৮), মোঃ রফিক(৩০), কবির(৩৫), কবির(৩২। এজাহার ও অপহৃতার মা ইসমত আরা সূত্রে জানা যায়- শাহপরীরদ্বীপ পশ্চিম বাজারপাড়া মৃত মৌলভী নুরুল ইসলামের কিশোরী মেয়ে আপনান(১৪)কে একই এলাকার মৃত মকতুল হোছনের পুত্র মোঃ শফিক(২৮) বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু মেয়ের বয়স কম এবং মোঃ শফিকের চরিত্র ভাল নয় বিধায় রাজী হয়নি। গত ১৯ অক্টোবর বিদাগত রাতে অভিযুক্তরা জোরপূর্বক কিশোরী মেয়ে আপনানকে অপহরণ করে নিয়ে যায়।#########
Leave a Reply