এটি এন ফায়সাল,টেকনাফ …
টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবির হতে একদল রোহিঙ্গা দুর্বৃত্ত কর্তৃক অপহৃত রেজাউল করিম নামের ৪ বছরের শিশুকে মিয়ানমারে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, রবিবার সকালে হ্নীলা বিওপি’র কোম্পানী কমান্ডার ছোরহাব মিয়ার নেতৃত্বে বিজিবি’র একটি প্রতিনিধি দল মিয়ানমারের নাগাপুরাস্থ নাসাকা ক্যাম্পে বিশেষ পতাকা বৈঠকের মাধ্যমে ওই শিশুকে ফেরত নিয়ে আসে।
জানা যায়, গত ১৬ জানুয়ারী রোহিঙ্গা ভিত্তিক একদল দূর্বৃত্ত নয়াপাড়া শরণার্থী শিবিরের এইচ ব্লকের ১২২৫/৪ শেডের বাসিন্দা আবদুল হামিদের পুত্র রেজাউল করিমকে (৪) মুক্তিপণ চেয়ে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যায়। বিষয়টি শিবির কর্তৃপক্ষ বিজিবিকে জানালে বিজিবি তা নাসাকাকে অবহিত করে। নাসাকা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই শিশুকে উদ্ধার করে বিজিবিকে ফেরত দেয়।
##########