এটি এন ফায়সাল , টেকনাফ (টেকনাফ নিউজ ডটকম)
টেকনাফের লেদা অস্থায়ী রোহিঙ্গা বস্তিতে ১ নববধু স্বামীর প্রহার ও ঘুষিতে মৃত্যুবরণ করেছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানাযায়-৩ডিসেম্বর রাত ১০টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা আন-রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের সি ব্লকের ১৯৬ নং বাড়িতে ঘটেছে এই লোমহর্ষক ঘটনা। পার্শ্ববর্তী ডি-ব্লকের জাফর মিস্ত্রীর মেয়ে নুর বেগম (১৮)কে মিয়ানমারের মগনামা এলাকার রবিউল আলমের ছেলে এনামুল্লাহ ৫/৬দিন আগে বিয়ে করে। মিয়ানমারে থাকাকালে এণামুল্লাহর সেতারা বেগম নামে ১ম স্ত্রী ছিল। গত ৩দিন আগে তাকে ক্যাম্পে নিয়ে আসে। বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এতে এনামুল ক্ষুদ্ধ হয়ে ২য় স্ত্রী নববধু নুর বেগমকে প্রহার ও গলাটিপে হত্যা করে বলে ১ম স্ত্রী জানান। পার্শ্ববর্তী লোকজন এ ঘটনা জেনে থানা পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
########################################
Leave a Reply