টেকনাফ নিউজ ডেস্ক…টেকনাফ থানার রাজারছড়া সড়কে ব্যারিকেট দিয়ে মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটেছে। আজ ১৬ আগষ্ট রাত ১০টার দিকে টেকনাফ থেকে শাপলাপুর যাওয়ার পথে প্রায় ১০ জনের সস্ত্র ডাকাত দল তাদের উপর হামলা করে। এতে সিএনজি নং ১২২২ এর চালক সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার হাজি সৈয়দ আহমদের পুত্র আবুল হাশেম ও মোহাম্মদ হোছাইনসহ ৪জন গুরুতর আহত হয়। আহতরা জানান তাদের ব্যারিকেটদিয়ে লম্বা কিরিছ ও দা নিয়ে এলোপাতাড়ী হামলা চালায় । আহতদের টেকনাফ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এব্যাপারে টেকনাফ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইন্চার্জ জানান- খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং হাসপাতালেও পুলিশ পরিদশর্নে গেছে।… বিস্তারিত আসছে….
Leave a Reply