রমজান উদ্দিন পটল,..টেকনাফ ৪২বিজিবির জওয়ানেরা বিভিন্ন সীমান্ত ও চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ১ জনকে আটক করেছে।এছাড়া বিপূল পরিমান আতপ চাল,ডিজেল,ময়দা ও কাঠের নৌকাসহ বিভিন্ন প্রকার চোরাইপণ্য জব্দ করেছে।বিজিবি সুত্র জানায়-২৭সেপ্টেম্বর টেকনাফ ৪২ বিজিবির বিভিন্ন বিওপি ক্যাম্প সারাদিন ব্যাপী সীমান্ত ও চেক পয়েন্টে অভিযান চালিয়ে বিপূল পরিমান চাল, ডিজেল, ইউরিয়া সার সহ চোরাই পণ্য জব্দ করেছে। ভোররাতে দমদমিয়া বিওপির কোম্পানী কমান্ডার জজ মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জালিয়া পাড়া সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে ২৩৩ লিটার ডিজেল, ২শ কেজি ময়দা জব্দ করে। এরপর জাদিমোরা ব্রিটিশ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য মওজুদ করা ৪১বস্তা আতপ চাল,৬০লিটার কেরোসিন,৪টি কাঠের নৌকা জব্দ করে। হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম হ্নীলা বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২শ কেজি ইউরিয়া সার , চৌধুরী পাড়া সীমান্তে কাঠের নৌকা, প্লাস্টিক বদনা,স্যান্ডেল, জারিকেন জব্দ করে। হোয়াইক্যং বিওপি জওয়ানেরা উলুবনিয়া এলাকা হতে চাল জব্দ করে। একই বিওপি চেক পোস্টে আগের দিন বিকাল সাড়ে ৪টায় ৭৩৮পিস- ইয়াবা বড়ি সহ মোঃ আমির হোসেন-(১৮), পিতা-মৃত জামাল হোসেন-শিলবনিয়া পাড়া-টেকনাফকে আটক করে।
Leave a Reply