নজির আহমেদ ষীমান্ত টেকনাফ প্রতিনিধি= টেকনাফে এক ব্যক্তিকে ফাইভ গান দিয়ে গুলিকরার পূৃর্বেই এক যুবকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার সময় বাহারছরা উত্তর শিলখালী বাজারে স্থাণীয় জনপ্রতিনিধি মোঃ সমশু মেম্বারকে গুলি করে হত্যা করতে চেষ্টাকালে এক ব্যক্তি অস্ত্রধারিকে পিছন থেকে ধরে ফেলে। এসময় বাজারের লোকজন তাকে আটক করে পুলিমে খবর দেয়। টেকনাফ বাহারছরা পুলিশ ফাঁিড়র ইনর্চাজ মোঃ আজাদ আটক অস্ত্রধারি শহীদুল্লাহকে গ্রেফতার করে।
জানা যায় বাহারছরাশীলখালী এলাকার জনপ্রতিনিধি মোঃ শামশু মেম্বারকে গুরি করে হত্যা করার কন্ট্রাক করে স্থানীয় সাবেক চেয়ারম্যান মনির আহমদের ছেলে আজিজুদ্দিন । তিন লাখ টাকা দিয়ে শামশু মেম্বারকে গুলিকরা জন্য সে বাজারে গিয়ে ছিল একথা অকপঠে স্বীকার করলে আটক শহীদুল্লাহ।
সামশু মেম্বার জানায় তার সাথে আজিজুদ্দিনের জমিজমা নিয়ে রিরোদ্ধ রয়েছে। তাই আজিজুদ্দিন তাকে হত্যা করতে টাকা দিযে লোক বাড়া করেছে।
নজির আহমেদ সীমান্ত
টেকনাফ