সাদ্দাম হোসাইন, হ্নীলা…টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের বহু অপকর্মের হোতা উপকূল এলাকার গডফাদার হিসেবে পরিচিত বিএনপি নেতা ও ইউপি সদস্য বাঘা শামসুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের অভিরাম হোটেল থেকে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের কর্মকর্তা মনির জানান, গ্রেপ্তারকৃত বিএনপি এই বিএনপির বিরুদ্ধে অস্ত্র ব্যবসা, আদম পাচার, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, গ্রেপ্তারকৃত বিএনপি নেতা এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ নানা অভিযোগ থাকা সত্বেও এর আগে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। তার গ্রেপ্তারের খবরে উত্তর শিলখালী গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ দিকে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এলাকার একটি প্রভাবশালী মহল জোর তদবির চালাচ্ছে বলে জানা গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত বাঘা শামসুকে কক্সবাজার ডিবি পুলিশের হাজতে রাখা হয়েছে।