টেকনাফের উপকূলীয় বাহারছড়া এলাকার ২৫একর জমি বিক্রেতারা সিকিউরিটি স্বরূপ ১০লক্ষ টাকার সিকিউরিটি চেক দিয়ে ক্রেতার ষড়যন্ত্রমুলক চেক প্রতারনা মামলায় হয়রানির সম্মুখীন হচেছ বলে অভিযোগ উঠেছে । প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছে ভূক্তভোগীরা।
সুত্রে জানা যায়- গত ১৫-১১-২০১০ইং ককসবাজার পৌর এলাকার মধ্য বাহারছড়ার এম এ সালাম রোডের মৃত মকবুল আহমদ ও আলমাছ খাতুনের পুত্র নুরুল আলম, জাহাজপুরার উত্তর শিলখালী এলাকার মৃত আক্কেল আলী ও গোলজার বেগমের পুত্র আবুল বশর, কক্সবাজার পেশকার পাড়ার ইয়াকুব আলী ও হোসনে জামানের পুত্র মোহাম্মদ ফরিদুল আলম এবং কক্সবাজার কলাতলীর আবু তাহের ও রোকেয়া সুলতানার পুত্র আবু এরশাদ জুয়েল গংয়ের সঙ্গে নন জুডিশিয়াল স্টাম্প-ম-৭৬৭৫২৬৪ মূলে জেলার টেকনাফ উপজেলা শিলখালী মৌজা, ৯নং বাহারছড়া ইউনিয়ন, সিট নং-৩, জেএল নং-৩১, বিএস খতিয়ান-৬০, ১৭৬, ৩১৮, ৭৩০, ৮৭৯, ৯৫৭, ৯৫৮, ৯৫৯, ১০২৮, ১০২৯, ১৩৭৪, ১৪১৩ নং -এর বিএস দাগ নং-৩০১২দাগ হইতে-৩০৭৪নং,৩৩৬৯ দাগ নং হইতে ৩৩৯৯, ৩৪০০নং দাগ হইতে ৩৪৪০, ৩৪৯৯নং দাগ হইতে ৩৫১৪ দাগ পর্যন্ত সকল দাগাদির সম্পূর্ণ জমি এবং নামজারী ও জমা-খারিজ খতিয়ান-১৩৬২নং, ১৩৭৫নং, ১৪১৪নং, ১৪৭০নং, ১৪৭৬নং, ১৪৭৮নং দাগাদির সম্পূর্ণ ১০.২৪ একর জমিসহ সর্বমোট ২৫.০০ একর নাল, খিলা, বাড়ি, ভিটি, পানবরজ শ্রেণীর মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পার্শ্বস্থ জমি বিক্রির জন্য কক্সবাজার পৌর এলাকার এন্ডারসন রোডের হাজী মার্কেটস্থ মরহুম মাওলানা মোহাম্মদ ইব্রাহীম খলিল ও মোসাম্মৎ রহিমা বেগমের পুত্র মোহাম্মদ হাবিব উল্লাহ বাহার (৩৮) এর সহিত বেরেজিষ্ট্রী চুক্তি, অঙ্গীকার, বায়না দলিলে আবদ্ধ হয়। জমির সাব্যস্তকৃত মূল্য হইতে উল্লেখিত চুক্তি গ্রহীতার নিকট হইতে অগ্রিম নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চুক্তির দাতাগণ গ্রহণ করেন এবং অগ্রিম গ্রহণকৃত নগদ টাকার নিশ্চয়তা স্বরূপ চুক্তিপত্র দাতাগণের ২নং ব্যক্তির নামীয় ডাচ-বাংলা ব্যাংক, ককসবাজার শাখার হিসাব নং-১৪৫.১২০.৪৩৪ এর গত ১৫/১১/২০১০ইং তারিখের একখানা দশ লক্ষ টাকার চেক (যাহার ক্রমিক নং ৩৯২৮২৮০) প্রদান করে। কিন্তু উল্লেখিত ক্রমিক ও তারিখের চেকখানা কু-মানসে দূর্লোভের বশবতী হয়ে প্রতারণার আশ্রয় নিয়ে জালিয়াতি করিয়া গত ১৫/১১/২০১০ইং তারিখের স্থলে ১৪-০২-২০১২ ইংরেজী তারিখ এবং ১০ লক্ষ টাকার স্থলে ২০ লক্ষ টাকা লিখে চক্রান্ত করে জমি বিক্রেতাদের বিরুদ্ধে বায়নাকৃত সিকিউরিটি স্বরূপ টাকা আতœসাতের কু-মানসে উল্লেখিত চেকটি দিয়ে একটি হয়রানিমুলক চেক প্রতারনা মামলা দায়ের করে হয়রানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে । এ মামলাবাজি ও হয়রানির ঘটনা টেকনাফে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহায়তা কামনা করা হয়েছে ।
Leave a Reply