হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ
কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ১৬ জানুয়ারী এক রায়ে টেকনাফের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক ঘোষিত ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ২৭জনকে বেকসুর খালাস দিয়েছেন বলে জানা গেছে। ২৩ এপ্রিল ২০১১ তারিখে অনুষ্ঠিত সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি প্রার্থী সাবরাং নয়াপাড়া জামেয়া ফারুকীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মাহবুবুর রহমান মাজাহেরী গতকাল ১৬ জানুয়ারী সন্ধ্যায় উক্ত তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনের দিন এই ২৭ জনকে তাঁর নির্বাচনী অফিস থেকে আটক করা হয়েছিল। ভোট গণনার পর গোলযোগের প্রেক্ষিতে উক্ত ২৭ জন নির্বাচনী অফিসে আশ্রয় নিয়েছিল। ঘটনার প্রেক্ষিতে সাবরাং নয়াপাড়া হাজী নবী হোসেন উচ্চবিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার মং কিউ মং বাদী হয়ে টেকনাফের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ধারা-৭৭(১)(ছ) ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ মামলা(মিচ মামলা নং-১৮/২০১১)দায়ের করে ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোকন কান্তি সাহা এদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছিলেন। টেকনাফ থানায় দেয়া এই আদেশের পর উক্ত ২৭জনকে ২৪ এপ্রিল কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছিল। উক্ত আদেশের বিরুদ্ধে ২৭ এপ্রিল কক্সবাজার বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিচ আপিল মামলা নং-১/২০১১ দায়ের করা হয়েছিল। এতে মোবাইল কোর্টের রায় রদ ও রহিত যোগ্যের ১৬টি কারণ উল্লেখ করা হয়েছিল। আটককৃতদের মধ্যে ছিল প্রায় সকলেই আলেম, ওলামা, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও মাদ্রাসার ছাত্র। ৫৬দিন পর দন্ডপ্রাপ্তরা জামিনে মুক্তিলাভ করেছিলেন। অবশেষে ১৬ জানুয়ারী কক্সবাজার জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান হাকিম এর আদালতে ২৭জন সকলকে বেকসুর খালাস দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আপিলকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন- জেলার শীর্ষ স্থানীয় বিজ্ঞ আইনজীবী ও জেলা আওয়ামীলীগের সভাপতি একেএম আহমদ হোসেন ও আবুল কালাম। এ ২৭ জন হচ্ছেন- ছাইফুল আলম, মোঃ হারুন, আবুল কাসেম, হাজী মোঃ হাশেম, রাহমতুল্লাহ, জসিম উদ্দিন, হাফেজ আব্দুল গফুর, আলী হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, মোঃ শফিক, হাফেজ মুহাম্মদ জুবাইর, আমির আহমদ, মোঃ আব্দুল, ইমাম হোসেন, মোঃ আলম, রাহামতুল্লাহ, ইমাম হোসেন, মোঃ জুবাইর, কাইসার উদ্দিন, মাওঃ কামাল হোসেন, আব্দুস সালাম, মোঃ ছিদ্দিক, সাদ্দাম হোসেন, মোঃ নোমান, ইমান হোসেন, মোঃ শাকের ও আহমদ।########