টেকনাফ ডেস্ক নিউজ ::: রাজধানীর যাত্রাবাড়ি-সায়দাবাদ এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ নাসির (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। নাসিরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়
র্যাব-১০ উপঅধিনায়ক মিফতা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ি-সায়দাবাদ এলাকা অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ নাসিরকে আটক করা হয়েছে। নাসির কক্সবাজার থেকে বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। এমন খবর পেয়ে সেখানে গিয়ে বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
নাসিরের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে।